• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে পদায়নের পর প্রত্যাহার পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ সাংবাদিকতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা কক্সবাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারী চক্র,অপরাধীদের শেষ কোথায়? রামু প্রেস ক্লাবর প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা প্রেসক্লাব কক্সবাজারের তৌহিদ বেলাল সভাপতি ও রফিক মাহমুদ সেক্রেটারি

কক্সবাজার পিএমখালীতে শিক্ষকের বসতবাড়িতে হামলা!

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে খুবই শোচনীয় অবস্থায় জীবন যাপন করছে শিক্ষরা। তার মাঝে মরার উপর খাড়ার ঘা। কক্সবাজার পিএখালীর চৌধুরী পাড়া এলাকায় শিক্ষক নুরুল আলম এর বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ মালামাল রাস্তায় ফেলে দিয়েছে প্রতিপক্ষ লোকজন। পাশাপাশি টেনেহিঁচড়ে পরিবারকে জোর করে রাস্তায় বের করে দিয়েছে। এতে ২মাসের শিশুসহ ৪ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। নুরুল আলম কক্সবাজার সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে এবং পিএমখালী সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। এ ঘটনা নিয়ে এলাকাজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী শিক্ষক নুরুল আলম চৌধুরী অভিযোগ করেন, “আমার বর্তমান এই বসতভিটা ক্রয় সুত্রে পাওয়া। যেখানে পরিবার-পরিজন নিয়ে প্রায় ২৫ বছর ধরে বসবাস করে আসছি। তার মধ্যে আমার বড় ভাই শওকত উল্লাহ চৌধুরী পরিবারসহ দুবাই প্রবাসী। কিন্তু বড় ভাই আবুল কাশেম তার ছেলেরা তাদের জায়গা বলে আমাদের প্রতিনিয়ত ঘর থেকে বের করে দিয়ে বসতভিটাটি দখলে নেওয়ার নানা অপচেষ্টা চালিয়ে আসছিলো। এররই ধারাবাহিকতায় সর্বশেষ আজ আমি সকালের দিকে ঘর থেকে বের হয়ে দোকানের দিকে গেলে নজরুল ইসলাম এর নেতৃত্বে জয়ফুল ইসলামসহ একদল দুর্বৃত্ত হঠাৎ অতর্কিত অবস্থায় হামলা চালায় আমার বসতভাড়িতে। এতে বাড়ির আসবাবপত্রসহ মালামাল রাস্তায় ফেলে, টেটেহিঁচড়ে পরিবারকে জোর করে রাস্তায় বের করে দেয় তাঁরা। এতে আমি ২মাসের শিশুসহ ৪ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিশেহারা হয়ে পড়েছি”।

এ ঘটনার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে ঘটনাস্থলে গেলে অভিযোক্ত নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে অসৈজন্য আচারণ করে এবং পেশাগত উপকরণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ঘটনাটি অস্বীকার করেন। বলেন, এটি তাদের পৈতৃক জায়াগা বলে দাবী করে হাকাবাকা করে।

এ ঘটনায় স্থানীয় দলিল লেখক মোস্তাফিজুর রহমান, নাছিম উদ্দিন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোহেল সরওয়ারসহ নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, “ এ বিষয়েয় একসময় সামাজিকভাবে বিচার হয়েছিলো। কিন্তু তা তাঁরা মানে না। তবে আবুল কাশেম এর পরিবার মাস্টার পরিবারের উপর সবসময় অন্যায় করে আসছে”।

এ বিষয়ে এভিযোক্ত নজরুল ইসলাম ও তাঁর বাবা আবুল কাশেম চৌধুরী ঘটনাটি অস্বীকার করেন এবং মাস্টার নুরুল আলম যে বসতভিটায় থাকে এটি তাদের পৈতৃক জায়াগায় বলে দাবী করেন।

এ ঘটনায় অভিযোক্তদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ভুক্তভোগী পরিবার।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার