আব্দু রহিম গং বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ যে, বিবাদীগণ এলাকার অত্যন্ত খারাপ, পরের জায়গা জমি জবর দখলকারী, সংঘবদ্ধ সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোকজন হয়। তপশীলের জায়গা জমি আমাদের মাতৃিক ওয়ারিশী সম্পত্তি। তৎ মতে তপশীলের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকিয়া ভোগ করিয়া আসিতেছি। কিন্তু বিবাদীগণের কোন দখল স্বত্ব শামিত্ব কিছুই নেই,জবর দখল করতে চাই।
মরহুম মাতা জবেদা খাতুন মরণে তাহার রেখে যাওয়া সহয়ে সম্পত্তি আমরা তিন ভাই ও পাঁচ বোন উক্ত সম্পত্তির মালিক ও ভোগ দখলকার হই।
ভাষ্য মতে আমাদের মাতা জবেদা খাতুনের নামে বি.এস ৯৮ খতিয়ানে প্রাপ্ত রেকর্ড চূড়ান্ত প্রচারিত আছে।
বিবাদীগণ লোভের বশবর্তী হইয়া আমাদের মাতৃক ওয়ারিশী জায়গা জমি নিয়া বিরোধ সৃষ্টি করিলে, উক্ত বিষয়ে স্থানীয়ভাবে সালিশ বিচার হয় এবং আমাদের মাতৃক ওয়ারিণী জায়গা জমি সার্ভেয়ারা পরিমাণ পূর্বক প্রাপ্য অংশ জায়গা দখল বুঝাইয়া দেন। বিবাদীগণ তাহা অমান্য করে এবং আমাদের অরণ জমি জোর দখল করিয়া নিবে, বাধা দিলে মারিবে, কাটিবে, জান-মালের অপূরনীয় ক্ষতি সাধন করিবে মর্মে হুমকি ধমকি ও ভয়-ভীতি