কক্সবাজার শহরে ফুলবাগ ইয়ং সোসাইটির উদ্বেগে ফুলবাগ বাসির মিলনমেলা অনুষ্ঠিত হয়,এতে অংশ নেন ফুলবাগ ইয়ং সোসাইটি সকল সদস্য গন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহরের বৃহত্তর টেকপাড়া ৪ নং ওয়ার্ড ফুলবাগ সড়কে “ফুলবাগ ইয়ং সোসাইটি’র পক্ষ থেকে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্টিত হয়।
উক্ত মিলনমেলায় ফুলবাগ ইয়ং সোসাইটির সভাপতি শহীদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রায়হানুল আমজাদ রায়হানের সঞ্চালনায় উক্ত অনুষ্টান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ তিনি বলেন,”সামাজিক অগ্রগতি ও এলাকায় শান্তি-সম্প্রতি বজায় রাখতে তারুণ্যের ভুমিকা অপরিসীম, সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতঙ্গতা প্রকাশ করেন”।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মাসুদ রানা,শাহাজান চৌধুরী, কামরুল ইসলাম সুমন,মো সেলিম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো:আবু রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাইমন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দীন ইমন,দপ্তর সম্পাদক আব্দুল গফুর,দপ্তর সম্পাদক মো:জুনায়েদ,সাগর বাদশা, মো:নাসির,মো:ইদ্রিস, মো:নাবিল,মো:আকাশ,মো:সাইফুল,মো:রফিক প্রমুখ।