কক্সবাজার টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার পাহাড়ি আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন কৌশলে অপহৃত হওয়া ১৫জন স্থানীয় এবং রোহিঙ্গা পুরুষ-শিশুকে উদ্ধার করেছে। এই অপহরণ ও মুক্তিপণ আদায়কারী দূবৃর্ত্ত চক্রের সাথে জড়িত সহোদরকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়, ২৪ জানুয়ারী দুপুর দেড়টায় টেকনাফ মডেল থানা পুলিশের আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউপির মধ্যম কচ্চপিয়াস্থ নুরুল ইসলাম মেম্বারের বসত-বাড়ির পিছনে গহীন পাহাড়ের চুড়ায় অভিযান চালিয়ে কচ্ছপিয়া করাচি পাড়ার নুরুল কবিরের পুত্র মোঃ হারুন (২৫) এবং নুর মোহাম্মদ (১৯) কে গ্রেফতার করতে পারলেও আরো ১০/১৫জন গহীন পাহাড়ে পালিয়ে যায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাহাড়ি আস্তানায় অপহরণের শিকার হওয়া ১৫জন ভিকটিমকে উদ্ধার করে। এদের মধ্যে বাঙ্গালী পুরুষ ৫জন, রোহিঙ্গা পুরুষ ৪জন ও শিশু ৬জনকে উদ্ধার পূর্বক নিরাপদ হেফাজতে নেন। ভিকটিমগণ উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। দূবৃর্ত্তরা পরস্পর যোগসাজশে উক্ত ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১৬-১৭দিন যাবৎ ধাপে ধাপে ভিকটিমদের এনে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহীন পাহাড়ের চুড়ায় আটক রাখে।
ধৃত ও পলাতক অজ্ঞাতনামা সংঘবদ্ধ অপহরণ চক্রটি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বাংলাদেশী ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় এবং অমানবিক নির্যাতন করে আসছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ###