• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের টেকনাফের সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দঅভিশপ্ত মানুষের ঠিকানা শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক জাহান্নামআহত সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুনটেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধারটেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেফতারমোনাফেকরা দেশ মাটি মানুষ ও সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শত্রুচকরিয়া ঢ়েমুশিয়া মুছারপাড়ার জা জমি জবর দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন নারী আহতপৌরসভা ১নং ওয়ার্ড পশ্চিম শাখা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিতভোটার হালনাগাদ নিয়ে কাউয়ারখোপ পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দুর্নীতি,টাকা না দিলে ফাইল মিলে না ২০ দিনেওদেশের সাধারন মানুষ সাথে আছে বলেই বিএনপি জনপ্রিয় ও শ্রেষ্ট দল: সাবেক এমপি কাজল

রামুতে সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা

শওকত আলম -শহর প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের রামু উপজেলায় কর্মরত সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রামু উপজেলা পরিষদের ‘হিমছড়ি’ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম।

‘শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ বিষয়ক কর্মশালাটির মুখ্য আলোচক ছিলেন- কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল।

বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র- ডিএসকে আয়োজিত কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা বিষয়ে আলোকপাত করেন, সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মর্তুজা আলী ও সাইকোলজিস্ট সোয়াইব হোসাইন।

ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহিন’র সঞ্চালনা এবং কাউন্সেলিং অফিসার ফাইজা সাদিয়া ও প্রিয়া বড়ুয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সংস্থাটির টেকনিক্যাল ম্যানেজার (স্যোশাল ইনক্লুশান অ্যান্ড ইয়ুথ) শফিকুল ইসলাম খোলামেলা আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। কোনো অবস্থাতেই যেনো অধিকারবঞ্চিত শিশু ও নারীরা ক্ষতিগ্রস্ত না হয়। জাতীয় ও আর্ন্তজাতিকভাবে তাদের অধিকার ও সুরক্ষার সুযোগ নিশ্চিতে সাংবাদিকদের ক্ষুরধার লেখনি বলিষ্ঠ ভূমিকা রাখবে।

কর্মশালার মুখ্য আলোচক, কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল বলেন- দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে, অধিকার বঞ্চিত করে রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীদের সচেতন ও শিশুদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা গেলে দেশের অর্থনীতির চাকা আরও সচল হতে বাধ্য।
সংবাদে নারী ও শিশুদের বিষয়ে, বিশেষ করে নির্যাতিতদের ক্ষেত্রে সংবেদনশীল ভাষা ব্যবহারের তাগিদ দিয়ে তিনি বলেন, সংবাদ তৈরির সময় ভুক্তভোগীর চেয়ে অপরাধীকে চিহ্নিত করে তুলে ধরতে হবে।

শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলে একমত পোষণ করেন উপস্থিত সকল গণমাধ্যমকর্মী।

অংশগ্রহণকারীদের মধ্যে মতামত পেশ করেন- নুরুল ইসলাম সেলিম, আল মাহমুদ ভুট্টু, হাসান তারেক মুকিম, নুর মোহাম্মদ ও আবদুল কাইয়ুম।

দিনব্যাপি এই কর্মশালায় রামু উপজেলায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন।


আরো বিভন্ন নিউজ দেখুন