কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহাপুরা এলাকায় সাবেক এমইউপি মমতাজ উদ্দিনের বসতভিটার এক গজ পশ্চিমে পাকা রাস্তার উপর গণডাকাতির প্রস্তুতি কালে অবৈধ অস্ত্র সহ ৪ জন ডাকাত আটক করে চকরিয়া থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) অভিযান চালিয়ে আটককৃত ডাকাতেরা হল,চকরিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডের বিনামারার গিয়াসউদ্দিনের ছেলে তাইফুল ইসলাম (২২),ডুলাহাজারা ইউনিয়নের ১ নং ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটার গোলাম কাদেরের ছেলে জসিম উদ্দিন (৩৪),চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড খামারপাড়ার আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৪)।
আটককৃত ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে চকরিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,মন্জুর কাদের ভূঁইয়া বলেন,আটককৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ তাদের আটক করা হয। তাদের বিরুদ্ধে মামলা রুজু আদালতে প্রেরণ করা হয়েছে।