১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
কক্সবাজার জেলা প্রশাসকের উদ্যোগে শনিবার সকালে , জেলা প্রশাসক মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধের আলোর দিশারি ছিলেন বুদ্ধিজীবীরা।
১৯৭১ সালের এ দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা পরাজয় নিশ্চিত জেনে
বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
পুলিশ সুপার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ,উপপরিচালক, জনাব মোহাম্মদ রফিকুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব বিভীষণ কান্তি দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইয়ামিন হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নিজাম উদ্দিন আহমেদ,
মানবসম্পদ ব্যবস্থাপনা, জনাবা রুবাইয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব ইমরান হোসাইন সজীব সহ অসংখ্য জেলা প্রশাসক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি,
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।