হাসিনা মোস্তফা খান :
কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ,র নির্দেশে, কক্সবাজারে সদর থানা পুলিশের ওসি ইলিয়াস খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে, ছোড়া চাকুসহ পাচজন ছিনতাইকারী আটক করেছে। ০৩/১২/২৪ ভোর অনুমান ০৪.৫০ঘটিকার সময় এসআই(নিঃ) সৌরভ বড়ুয়া, শহর পুলিশ ফাঁড়ি সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন মোবাইল-৩ ডিউটি করাকালে ঘটনাস্থল কক্সবাজার থানাধীন কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড় হইতে ০৪টি বিভিন্ন ধরনের ধারালো ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি টমটম অটোরিক্সা সহ ০৫জন ছিনতাইকারীকে আটক করে। ধৃত আসামীদের সঠিক নাম-ঠিকানা যাচাই পূর্বক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
*আসামীদের নাম*
০১। মোঃ সাহেদ হোসেন(১৮), পিতা- আলী হোসেন, সাং- সমিতি পাড়া, ০১নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজার।
০২। মোঃ রহিম(১৯),
পিতা- নুর নবী, সাং- সমিতি পাড়া, ০১নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজার।
০৩। মোঃ রাকিব(১৯)
পিতা- মোক্তার আহমদ, সাং- সমিতি পাড়া, ০১নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজার।
০৪। শহীদ হোসাইন(২৫)
পিতা- নুর নবী, সাং- হাসপাড়া, ০৭নং ওয়ার্ড, ঢেমুশিয়া,চকরিয়া, কক্সবাজার।
০৫। মোঃ আব্দুর রহিম(১৬),
পিতা- নবাব সিরাজুল ইসলাম, সাং- কুতুবজোম চর পাড়া, ০৪নং ওয়ার্ড, মহেশখালী, কক্সবাজার।
*উদ্ধারকৃত আলামত*
১/ ০১টি ধারালো টিপ ছুরি, যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৯ইঞ্চি ৩ সুতা।
২। ০১টি ধারালো ফোল্ডিং ছুরি, যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৭.৫ ইঞ্চি।
৩। ০১টি ধারালো ফোল্ডিং ছুরি, যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৭.৫ ইঞ্চি।
৪। ০১টি ধারালো ফোল্ডিং ছুরি, যাহা খোলা অবস্থায় লম্বা অনুঃ ৩.৫ ইঞ্চি।
৫। ০১টি ব্যাটারি চালিত টমটম অটোরিক্সা।