কক্সবাজার পৌরসভা ১নং ওয়ার্ড উত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুইটি টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষতির পরিমান প্রায় নগদ টাকা স্বর্ণালংকার সহ ১০ লক্ষ টাকা সমপরিমান।
এতে পাশবর্তী আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।আগুনের ঘটনায় কোন প্রাণহানি ও আহত হননি বলে জানাগেছে।
বুধবার বিকাল অনুমানিক ৪ ঘটিকার সময় উত্তর কুতুবদিয়া পাড়ার মুহাম্মদ ইদ্রিস প্রকাশ মনু ও মৃত জসিম ভান্ডারির স্ত্রী ঋণা আকতারের বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে।তবে আগুন লাগার সূত্রপাতের খবর এখনো জানা যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের নির্দেশে পৌর নির্বাহী কর্মকর্তা রাছেল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবং ঘটনাস্থলে দাড়িয়ে বিষয়টি পৌর প্রসাশক রুবাইয়া আফরোজের সাথে কথা বলে আগুনে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদানের আস্বস্থ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভা ১নং ওয়ার্ড সদ্য সাবেক কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আযাদ,১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুদ্দিন খান কোম্পানি,মাঝিমল্লা সমিতির সভাপতি নরুল বশর বাদশা মাঝি,সমাজ সেবক মুক্তার আহমদ সওদাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।
ক্ষতিগ্রস্ত মুহাম্মদ ইদ্রিস ও ঋণা আক্তার বলন,আগুনের সুত্রপাত কোথায় থেকে হয়েছে আমরা জানিনা।মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমাদের বসত ঘর,নগদ টাকা ও স্বর্ণালংকার সহ সব সহায় সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার পরিমান ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানান,হঠাৎ আগুন দেখে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রায় ১ ঘন্টা ধরে চেষ্টা করে আমরা আগুন নিভাতে সক্ষম হয়।তবে দুটি ঘরের একটি মালামাল ও আমরা বের করতে পারিনি।আগুনে কোন মানুষ প্রাণহানি বা আহত হন নি।
উল্লেখ্য আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাটির সদস্যগণ ও ফায়ার সার্ভিসের সদস্য সহ কর্মকর্তাগণ।কিন্তুু রাস্তার প্রসস্থতা কম থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে পারে নি।