• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

সিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Oplus_131072

সিফাত উদ্দিন (১৭৮৩১) কে উখিয়ার এবং বিমল চাকমা (১৮২৩৩) কে ঈদগাঁও এর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত ২টি পৃথক প্রজ্ঞাপনে সিফাত উদ্দিন ও বিমল চাকমা সহ একই পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

 

উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া সিফাত উদ্দিন বর্তমানে কুমিল্লার মুরাদনগরের ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। সিফাত উদ্দিন বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন (১৭৭১৮) এর স্থলাভিষিক্ত হবেন। সিফাত উদ্দিনের নিজের বাড়ি ফেনী জেলায় এবং শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। একই প্রজ্ঞাপনে উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেনকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউএনও পদে নতুন নিয়োগ পাওয়া বিমল চাকমা এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল শাখায় কর্মরত ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বিমল চাকমার নিজের এবং শ্বশুরবাড়ি রাঙ্গামাটি জেলায়। বিমল চাকমাকে এর আগে মহেশখালীর ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হলেও সে আদেশ পরে বাতিল করা হয়। বিমল চাকমা ঈদগাঁও এর বিদায়ী ইউএনও সুবল চাকমা (১৮২৩৭) এর স্থলাভিষিক্ত হবেন।একই প্রজ্ঞাপনে ঈদগাঁও এর বিদায়ী ইউএনও সুবল চাকমাকে ফেনী জেলার ছাগলনাইয়ার ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, টেকনাফের বর্তমান ইউএনও মো: আদনান চৌধুরী (১৭৯৫৩) কে বান্দরবান জেলার রুমার ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন