বুধবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসনের বিশেষ টিম বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন৷
কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাউদ্দিনের নির্দেশে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, অনেক দোকানি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছিল এবং সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করে। এই অবৈধ কার্যকলাপের জন্যে ৩২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. ইয়ামিন হোসেন বলেন , অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় সমস্যা।
মানুষ যেন সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেই লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাজারে যারা সিন্ডিকেট সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।