• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

কুমিল্লা থেকে আগত এক ট্যুরিস্টের হারিয়ে যাওয়া ব্যাগ ও মালামাল উদ্ধার করেন ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

গত ২৯/১০/২০২৪ ইং তারিখে কুমিল্লা থেকে কক্সবাজারে ঘুরতে আসেন হাসান মাহমুদ (১৮) ও তার বন্ধুরা। ঘুরতে এসে তারা ওই দিন বিকালে একটি অটো রিজার্ভ করে যান ইনানী। ইনানীর বীচে নামার সময় হাসান মাহমুদ তার ব্যাগটি ভাড়া করা অটোতে রেখে যান। তারা বীচে সময় কাটিয়ে ফিরে এসে দেখেন তাদের রিজার্ভ করা ভাড়া অটো সেখানে নেই। ফোন দিলেও অটো ড্রাইভার রিসিভ করে না। তখন হাসান মাহমুদ ও তার বন্ধুরা সাহায্যর জন্য দারস্থ হন ইনানী বীচে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের নিকট।

ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ পর্যটক হাসান মাহমুদের অভিযোগ গ্রহণ করে উক্ত অটো ড্রাইভারের সন্ধানে কাজ করা শুরু করেন।

প্রযুক্তিগত উৎকর্ষতার সহায়তায় অটো ড্রাইভারের সাথে দুই দিনের মধ্যে তার বাসায় যোগাযোগ করতে সমর্থ হন এসআই সামাদ। পরবর্তীতে সেই অটো ড্রাইভার ব্যাগসহ সকল মালামাল নিয়ে হাজির হন ইনানী বিচে ট্যুরিস্ট পুলিশের অফিসে। তখন ট্যুরিস্ট পুলিশের এসআই সামাদ যোগাযোগ করে ব্যাগ নিয়ে যেতে বলেন ব্যাগের মালিক হাসান মাহমুদকে। হাসান মাহমুদ তখন কুমিল্লা চলে যাওয়ায় আবার ব্যাগ নিতে আসা তার জন্য কষ্টকর হবে বিধায় তার মনোনীত ও পরিচিত বীচ কর্মী বিল্লালের নিকট অদ্য ৩১/১০/২০২৪ তারিখে মালামাল হস্তান্তর করেন এসআই সামাদ। ব্যাগ পেয়ে হাসান মাহমুদ অত্যন্ত খুশি ও আনন্দিত হন। তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা হাসান মাহমুদের মালামাল উদ্ধার করে ফেরত দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রাত-দিন পরিশ্রম করে। প্রত্যেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য


আরো বিভন্ন নিউজ দেখুন