• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
মহেশখালীতে ‘ফয়সাল ডাইন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু” কিডনি পাথর রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ? “” কিডনি বিকলাঙ্গ রোগীর খাদ্য ব্যবস্থাপনা “কিডনি সুরক্ষায় করণীয়অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে জমি বিরোধের জেরে মারধর,, এএসইউ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতারকক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসের

এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ও থানাগুলোতে

এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না বলে জানিয়েছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রহমত উল্লাহ।

বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে কক্সবাজার প্রেসক্লাবসহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ছাত্রজনতার ঐতিহাসিক আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে কক্সবাজারেরপুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, পুলিশও কোনো অপরাধীর পক্ষে থাকবে না। তাই অপরাধীদের ভয় পাওয়া কোনো পুলিশ সদস্য কক্সবাজারে থাকতে পারবে না। পুলিশ ভেরিফিকশন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এক্ষেত্রে যদি টাকা-পয়সা নিয়ে থাকে তাহলে যারা এগুলো করবে যদি আমি থাকি তাহলে ওরা থাকতে পারবে না। এখানে স্বচ্ছতা, সততা ও ইনসাফের মাধ্যমে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় সাংবাদিকরা বলেন, বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময় কক্সবাজারে যারা মিছিলে গুলি করেছিল, সন্ত্রাস করেছিল সেই আওয়ামী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা এবং দ্রুত থানাগুলোকে কার্যকর করা। পাশাপাশি পর্যটকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদার করার উপর জোর দেন।

মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, কামাল হোসেন আজাদ, দৈনিক হিমছড়ি’র সম্পাদক হাসানুর রশীদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহ-সভাপতি এমআর মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক আনছার হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কোষাধ্যক্ষ ছৈয়দ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

, পুলিশও কোনো অপরাধীর পক্ষে থাকবে না। তাই অপরাধীদের ভয় পাওয়া কোনো পুলিশ সদস্য কক্সবাজারে থাকতে পারবে না। পুলিশ ভেরিফিকশন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এক্ষেত্রে যদি টাকা-পয়সা নিয়ে থাকে তাহলে যারা এগুলো করবে যদি আমি থাকি তাহলে ওরা থাকতে পারবে না। এখানে স্বচ্ছতা, সততা ও ইনসাফের মাধ্যমে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় সাংবাদিকরা বলেন, বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময় কক্সবাজারে যারা মিছিলে গুলি করেছিল, সন্ত্রাস করেছিল সেই আওয়ামী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা এবং দ্রুত থানাগুলোকে কার্যকর করা। পাশাপাশি পর্যটকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদার করার উপর জোর দেন।

মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, কামাল হোসেন আজাদ, দৈনিক হিমছড়ি’র সম্পাদক হাসানুর রশীদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহ-সভাপতি এমআর মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক আনছার হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কোষাধ্যক্ষ ছৈয়দ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন নিউজ দেখুন