৭ কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মোহাম্মদ সালাহউদ্দিন (১৫৫২১) কে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ সালাহউদ্দিন সহ একই পদমর্যাদার ২৫ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়।
কক্সবাজারের নতুন জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সালাহউদ্দিন বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ সচিব পদে কর্মরত আছেন। মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজারে যোগদান করলে তিনি হবেন কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক। মোহাম্মদ সালাহউদ্দিন বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন সদস্য। সদ্য বদলী হওয়া কক্সবাজারের ২৩ তম জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান গত ২২ আগস্ট পর্যন্ত কক্সবাজারে দায়িত্ব পালন করেছেন।