দীর্ঘ বিরতির পর অবশেষে পর্যটন নগরী কক্সবাজার শহরের সড়ক সমূহে ফিরেছে ট্রাফিক পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সাথে সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাগত জানান।
গতকাল সোমবার কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করে। এরপর কক্সবাজারের প্রধান সড়কে ট্রাফিক পুলিশ কাজ শুরু করে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ট্রাফিক জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছে, সীমিত আকারে প্রাথমিকভাবে চালু হলেও ১৪ আগস্ট থেকে পুরোপুরি সড়কে ট্রাফিক পুলিশ কাজ করবে।
তিনি আরো জানান, ‘জনগণের চাহিদার কারণেই ট্রাফিক পুলিশ আবার মাঠে নেমেছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে এখন থেকে নিয়মিত কাজ করবেন ট্রাফিক পুলিশ।’
সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশের সদস্যরা।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক-সহ শিক্ষার্থীরা কক্সবাজারের সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাগত জানান।
অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসীমউদ্দীন চৌধুরী বলেন, ‘সড়কে শিক্ষার্থীরা দায়িত্ব পালনের ফলে অনেক মানুয় সচেতন হয়েছে। যানবাহনগুলোকে তারা অনেকটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে। এটাকে ধরে রাখতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘আমরা জনগণের পুলিশ হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। সেই সাথে তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।