• শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

কক্সবাজারে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জেলা প্রশাসনের বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:


কক্সবাজারে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। এসময় আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতনী নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা কক্সবাজার জেলায় তেমন কোন ঘটনা না ঘটায় প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানান।

সেনাবাহিনী,র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে, যদি কোনো প্রকার হুমকি বা নিরাপত্তা ঝুঁকির তথ্য পেলে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃংখলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।

সভায় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, র‍্যাব ১৫ অধিনায়ক লে,কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, সেনাবাহিনীর ৯ ইবি-র ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী বক্তব্য রাখেন।

এছাড়া বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, উদয় শংকর পাল মিঠু, দীপক শর্মা দীপু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, বৌদ্ধ সম্রদায়ের প্রতিনিধি রবীন্দ্র বড়ুয়া, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পালসহ বিভিন্ন উপজেলার পুজা কমিটির নেতৃবৃন্দ।


আরো বিভন্ন নিউজ দেখুন