ফরিদুল মোস্তফা খান :
কক্সবাজার এখন পর্যটন বা পর্যটকদের জন্য দেশের অভ্যন্তরে সবচেয়ে নিরাপদ স্থান বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা লুৎফর রহমান কাজল।
তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতারা যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী, প্রশাসন এবং স্থানীয় জনগণের পাশে ছিল।
এই জন্য আগেভাগে দলীয় নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়ে রাখছিলেন জনাব লুৎফর রহমান কাজল।
ফলে অন্য যেকোনো জেলার চেয়ে কক্সবাজারের আইন শৃঙ্খলা অনেক ভালো।
পরিস্থিতি দিন দিন আরও উন্নতি হচ্ছে।
এই অবস্থায় দেশী বিদেশি পর্যটকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতারা ভ্রমণ পিপাসু পর্যটকদের নির্বগ্নে কক্সবাজার ভ্রমণের অনুরোধ জানিয়েছেন।
সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য।
স্থানীয় জনগণ এর সুফল পাচ্ছেন ইতোমধ্যে।
রবিবার ভোরে কক্সবাজারবাণীকে জনাব লুৎফর রহমান কাজল বলেন, কক্সবাজার সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা।
এখানে সবাই নিরাপদ।
কোন অবস্থায় যেন আইন শৃঙ্খলা অবনতি না হয় সে ব্যাপারে আমরা সজাগ ।
বিএনপি ছাত্রদল যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া আছে।
তারা অপরাধ নিয়ন্ত্রণে জনগণের পাশে রয়েছে।
রাত জগে পাহারা দিচ্ছে মানুষের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ।
এদিকে কক্সবাজারের সকল থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে বলে জানাগেছে ।
তবে থানা পুলিশের পুরোপুরি সেবা সচল করতে কিছুটা সময় লাগবে।
এর জন্য সেনাবাহিনীর পক্ষে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন কক্সবাজারের আইন শৃঙ্খলা উন্নতিতে সকলের সহযোগিতা চেয়েছেন।
এছাড়া স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে ও জেলার আইন শৃঙ্খলা উন্নততিতে সার্বিক সহায়তা করা হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাজ করছেন।