ছাত্ররাজনীতিমুক্ত হল গড়ার শপথ নিলেন ঢাবির জিয়া হলের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ ও সমস্ত লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে শপথ বাক্য পাঠ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগষ্ট) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ শপথ বাক্য পাঠ করেন তারা।
এর আগে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষার্থীরা। নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়ে দেশাত্মবোধক গানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
শপথবাক্য পাঠকালে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও শত সহস্র শহিদের স্মরণে শপথ করছি যে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্ররাজনীতি মুক্ত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকব। হলকে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলব। হলের শৃঙ্খলা বজায় রাখব। শিক্ষার্থী বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দিব না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকগণের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা অবধি আমরা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা, আমাদের প্রতিবাদী কন্ঠস্বর জারি রাখব।