অনলাইন ডেস্ক :
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা।
গতকাল বুধবার রাজধানীর বনানীর প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ-আইসিসিবি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা।
শেখ হাসিনা সরকারের পতন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং চেম্বার ও ফেডারেশন এক রকম নিষ্ক্রিয় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আইসিসিবির এ আয়োজনে প্রায় সব ব্যবসায়ী সংগঠনের সাবেক কয়েক সভাপতি, বর্তমান কমিটির দ্বিতীয় প্রধান নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গত দু’দিনের অরাজক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, কারখানায় অগ্নিসংযোগ, থানায় হামলা, বাড়িঘর ভাঙচুর করছে দুর্বৃত্তরা। এসব ঘটনাকে আরও ফুলিয়ে-ফাঁপিয়ে অপপ্রচার চালানো হচ্ছে প্রতিবেশী দেশের পক্ষ থেকে। এতে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানসহ সারাবিশ্বের কাছে দেশের ভাবমূর্তি সংকট আরও প্রকট হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত সাফল্য ম্লান হয়ে যেতে পারে।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থার কথা জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, সারাবিশ্বে তাঁর সুনাম রয়েছে। পোশাক খাতের ব্র্যান্ড ইমেজ উন্নয়নে তিনি কিছু কাজও করেছেন। ফলে পরিস্থিতি স্বাভাবিক হলে ড. ইউনূসের সুনামকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যে আবার ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।
প্রায় ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি ব্যবসায়ীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে এ সময় এক সাংবাদিক প্রশ্ন করলে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসায়ীদের অনেকেই চাপে ছিলেন। পরিস্থিতি এমন ছিল, হয় আপনি আমার পক্ষে থাকবেন, নইলে আপনি আমার বিপক্ষে। মাঝামাঝি কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, গত বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী সম্মেলনে বলা হয়েছিল, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার।’ এখন যদি আপনাকে আমন্ত্রণ জানানো হয় যে, আপনি সরকারপ্রধানের সঙ্গে সভা করবেন আর আপনি ঘরে বসে থাকলেন। আপনার এক ঘাড়ে যদি দুই মাথা থাকে, তাহলে আপনি তা উপেক্ষা করতে পারবেন। আমাদের ঘাড়ে দুই মাথা ছিল না, এক মাথাই ছিল।
অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি এ. কে. আজাদ বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট হয়েছে। নিরাপত্তা ছাড়া কারখানা চালু রাখা যাচ্ছে না। সেনাপ্রধান ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে পরামর্শ নিয়ে ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে। মঙ্গলবার রাতে তিনি সেনাবাহিনী প্রধানসহ তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে কথা বলেছেন। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কারখানার নিরাপত্তা দেওয়ার জন্য তিনি সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা চারটি বিষয় বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। এগুলো হলো– দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, কারখানা চালুর ব্যবস্থা করা, মানুষের জীবনের নিরাপত্তা ব্যবস্থা করা এবং থানা ও পুলিশকে সক্রিয় করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতিদের মধ্যে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এ মতিন চৌধুরী ও আব্দুল হাই সরকার, পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, কুতুব উদ্দিন আহমেদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী সিমিন রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী নাসির এজাজ বিজয়।