নিজস্ব প্রতিবেদক
উদ্ভুত পরিস্থিতিতে কক্সবাজারের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়েছেন জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে শহরের কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গণে এক সম্প্রীতি সমাবেশ এর আয়োজন করা হয়।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী বলেন, রাজনৈতিক দলের নেতারা বলেন, কক্সবাজার একটি সম্প্রীতির শান্তিপূর্ণ শহর। এখানে কোনো ভেদাভেদ নেই। কেউ বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, কোনো সম্প্রদায়ের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। দুস্কৃতিকারীরা এই শহরেরর শৃঙ্খলা নষ্ট করতে চাইলে- তা সবাই মিলে প্রতিহত করা হবে।
কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।
সমাবেশে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় শৃঙ্খলা রক্ষায় ছাত্রদলের কর্মীরা কাজ করছেন। এমনকি থানা, পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
ফাহিম বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সামাজিক সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করা হচ্ছে।