• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু বৃষ্টি বিপর্যস্ত কক্সবাজার,হোটেল কক্ষে বন্দি পর্যটকরা; পাহাড় ধসে দুই পরিবারের ছয়জনের মৃত্যু এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত শাহরিয়া অস্ত্র সহ আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান হুইপ কমলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার না করার দাবী অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

কক্সবাজার সম্প্রীতির শহর- মন্দির পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক


উদ্ভুত পরিস্থিতিতে কক্সবাজারের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়েছেন জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে শহরের কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গণে এক সম্প্রীতি সমাবেশ এর আয়োজন করা হয়।

এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী বলেন, রাজনৈতিক দলের নেতারা বলেন, কক্সবাজার একটি সম্প্রীতির শান্তিপূর্ণ শহর। এখানে কোনো ভেদাভেদ নেই। কেউ বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, কোনো সম্প্রদায়ের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। দুস্কৃতিকারীরা এই শহরেরর শৃঙ্খলা নষ্ট করতে চাইলে- তা সবাই মিলে প্রতিহত করা হবে।

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।

সমাবেশে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় শৃঙ্খলা রক্ষায় ছাত্রদলের কর্মীরা কাজ করছেন। এমনকি থানা, পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

ফাহিম বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সামাজিক সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করা হচ্ছে।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার