• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে পদায়নের পর প্রত্যাহার পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ সাংবাদিকতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা কক্সবাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারী চক্র,অপরাধীদের শেষ কোথায়? রামু প্রেস ক্লাবর প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা প্রেসক্লাব কক্সবাজারের তৌহিদ বেলাল সভাপতি ও রফিক মাহমুদ সেক্রেটারি

সদর মডেল থানার এসআই মাসুম ও এসআই চিন্ময়ের বিশেষ অভিযানে ২ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট আসামী তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।

 

তার-ই প্রেক্ষিতে আজ ৮ জুলাই  এসআই(নিঃ) মাসুম ফরহাদ ও সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) চিন্ময় বড়ুয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২৩৬/২১ ধারা দ্রুত বিচার আইনে ৪/৫ ধারায় ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এক আসামী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলেন,রায়হান উদ্দিন, পিতা:আজিজুল হক আজিজ,

সাং :উত্তর নুনিয়ারছড়া, ০২ নং ওয়ার্ড,  কক্সবাজার পৌরসভা।

 

কক্সবাজার সদর মডেল থানার এসআই মাসুম ফরহাদ ও এসআই চিন্ময় বড়ুয়া বলেন,আসামী রায়হান উদ্দিন  উত্তর  নুনিয়ারছড়া বড় কবরস্থান  সংলগ্ন রাস্তার উপরে অবস্থান আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়।

সাজাপ্রাপ্ত আসামী রায়হান উদ্দিন কে গ্রেফতারের চেষ্টাকালে ধৃত আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা তার পেছন পেছন দৌড়াইয়া ফাইভ স্টার বরফ কলের পিছন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানাই,

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার