নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট আসামী তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।
তার-ই প্রেক্ষিতে গত ২ জুলাই সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ রকিবুজ্জামান এর সহযোগিতায় এসআই(নিঃ) মাসুম ফরহাদ, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) সরওয়ার হোসেন তালুকদার ও ফোর্সের সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী ইউনিয়ন ০৪নং ওয়ার্ড জুমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১০৭/২০০৯ (সদর) এর ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫,০০০/ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়।
এদিকে একই দিনে, এসআই(নিঃ) মাসুম ফরহাদ, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) সরওয়ার হোসেন তালুকদার ও ফোর্সের সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ সাহিত্যিকা পল্লী, ০৬ নং পৌর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৫৪৬/২২(সদর) এর ০২ বছর সশ্রম কারাদন্ড, ১০, ০০০/-টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত আরো ১জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, আসামীরা হলেন,১/নুর নাহার বেগম, স্বামী-আমান উল্লাহ, সাং-জুমছড়ি, ০৪নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজা।
২/মোহা: সাকিব, পিতা মোহাং ফরিদ, সৎ পিতা মাহমুদুল করিম, সাং দক্ষিণ সাহিত্যিকা পল্লী, কক্সবাজার পৌরসভা, জেলা-কক্সবাজা।
কক্সবাজার সদর মডেল থানার এসআই মাসুম ফরহাদ বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।