• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
মহেশখালীতে ‘ফয়সাল ডাইন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু” কিডনি পাথর রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ? “” কিডনি বিকলাঙ্গ রোগীর খাদ্য ব্যবস্থাপনা “কিডনি সুরক্ষায় করণীয়অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে জমি বিরোধের জেরে মারধর,, এএসইউ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতারকক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসের

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ২জন জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট আসামী তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।

 

তার-ই প্রেক্ষিতে গত ২ জুলাই সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ রকিবুজ্জামান এর সহযোগিতায় এসআই(নিঃ) মাসুম ফরহাদ, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) সরওয়ার হোসেন তালুকদার ও ফোর্সের সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী ইউনিয়ন ০৪নং ওয়ার্ড জুমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১০৭/২০০৯ (সদর) এর ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫,০০০/ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়।

 

এদিকে একই দিনে, এসআই(নিঃ) মাসুম ফরহাদ, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) সরওয়ার হোসেন তালুকদার ও ফোর্সের সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ সাহিত্যিকা পল্লী, ০৬ নং পৌর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৫৪৬/২২(সদর) এর ০২ বছর সশ্রম কারাদন্ড, ১০, ০০০/-টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত আরো ১জন আসামী গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্র জানা যায়, আসামীরা হলেন,১/নুর নাহার বেগম, স্বামী-আমান উল্লাহ, সাং-জুমছড়ি, ০৪নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজা।

২/মোহা: সাকিব, পিতা মোহাং ফরিদ, সৎ পিতা মাহমুদুল করিম, সাং দক্ষিণ সাহিত্যিকা পল্লী, কক্সবাজার পৌরসভা, জেলা-কক্সবাজা।

 

কক্সবাজার সদর মডেল থানার এসআই মাসুম ফরহাদ বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন