ফরিদুল মোস্তফা খান :
মেজর সিনহা হত্যার পর সরকারের বিভিন্ন দায়িত্বশীল সংস্থার তদন্তে উঠে এসেছে মাদক নির্মুলের নামে টেকনাফের সাবেক ওসি প্রদীপরাই বেপরোয়া মাদক ব্যবসা করেছে।
খুনের মামলায় সেই ওসি প্রদীপ কারাগারে থাকলেও এখনো বাইরে রয়ে গেছে তার মাদক সিন্ডিকেটের সদস্যরা।
ফলে প্রদীপের লালিত মাদক ব্যাবসায়ীরা সেই থেকে এই পর্যন্ত টেকনাফ ককসবাজারে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে আসলেও একটা মাদক সম্রাটকেও এখনো আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযোগ উঠেছে, পুলিশ সিন্ডিকেটের এই মাদক ব্যাবসায়ীরা এখনো চালিয়ে যাচ্ছে ভয়ংকর মাদক ইয়াবা ব্যবসা।
তাদের সাথে যোগ দিয়েছেন সদ্য জামিনে মুক্ত নতুন পুরাতন ইয়াবা ব্যাবসায়ীরা।
সব মিলিয়ে টেকনাফ -ককসবাজারের ইয়াবা ব্যাবসা আগের চেয়ে জমজমাট আকার ধারন করেছে।
কোন মতেই ঠেকানো যাচ্ছেনা অতি মুনাফার এই ব্যবসা।
এদিকে ওসি প্রদীপ কুমার দাশ এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
কারা কতৃপক্ষকে নগদে তুষ্ট করে তিনি সেখানে রাজার হালে আছেন বলে জানিয়েছেন সদ্য কারামুক্ত বেশ কয়েকজন বন্দী।
তারা বলেন, মুঠোফোনে প্রতিদিন প্রদীপ বাইরে অবস্থানরত তার লোকজনের সাথে যোগাযোগ করে জামিন তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
জামিন পেলে তিনি ভারতে পালানোর গুঞ্জন উঠছে।
জানাগেছে,স্থানীয় কয়েকজন সিআপি,ভিআইপি নামধারী কথিত ভদ্র ইয়াবা সম্রাটের সাথে প্রদীপের দহরম মহরম সম্পর্ক এখনো আছে।
মুলত এরাই তার অবর্তমানে কক্সবাজারের মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ করছে এলাকায় ।