চট্টগ্রামের সন্দ্বীপে ভিসার টাকা আত্মসাত ও হামলার অভিযোগে হামলাকারী যুবক, তার স্ত্রী ও পিতার বিরুদ্ধে মামলা হয়েছে। সন্দ্বীপ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত মামলা হয়। মামলা নং সিআর ২৬৫।
মামলার বিবরণে জানা যায়, ঢাকার ব্যবসায়ী সেলিম নিজামীর চাচাতো ভাই সেলিম ওরফে সবুজকে ভিসা দেয়ার কথা বলে নগদ ও ইসলামি ব্যাংকের মাধ্যমে ৫ লক্ষ টাকা নেয় সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের মোঃ ইসমাইল। বাদী উল্লেখ করেন সর্বশেষ ১৪মে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে অনলাইন থেকে ভিসা সড়িয়ে ১৬মে বাংলাদেশে পালিয়ে চলে আসেন প্রতারণায় অভিযুক্ত ইসমাইল।
ইসমাইলের খোঁজে সন্দ্বীপ এসে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ৩০মে সন্দ্বীপ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বাদী সেলিম নিজামী । পরবর্তীতে ১ জুন শনিবার সমঝোতার কথা বলে কাছিয়াপাড় বিবাদীদের নতুন বাড়ির পাশে আজাদ মার্কেট এলাকায় বাদীর উপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বিবাদীরা।
পরদিন ৩ জুন সোমবার বাদী প্রতারণা, চুরি ও হামলার অভিযোগ এনে সন্দ্বীপ চৌকি আদালতে মামলা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার তৌহিদুল মাওলা রুবেল জানান,বিবাদী ইসমাইলের বিরুদ্ধে অনেকে তারঁ কাছে অভিযোগ করেছে। এ রকম বিদেশ থেকে সে অনেকবার টাকা নিয়ে পালিয়ে এসেছে। সে চিহ্নিত প্রতারক।