• শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

সন্দ্বীপে যুবকের বিরুদ্ধে ভিসা দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : ভুক্তভোগীর উপর হামলা

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪


চট্টগ্রামের সন্দ্বীপে ভিসার টাকা আত্মসাত ও হামলার অভিযোগে হামলাকারী যুবক, তার স্ত্রী ও পিতার বিরুদ্ধে মামলা হয়েছে। সন্দ্বীপ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত মামলা হয়। মামলা নং সিআর ২৬৫।

মামলার বিবরণে জানা যায়, ঢাকার ব্যবসায়ী সেলিম নিজামীর চাচাতো ভাই সেলিম ওরফে সবুজকে ভিসা দেয়ার কথা বলে নগদ ও ইসলামি ব্যাংকের মাধ্যমে ৫ লক্ষ টাকা নেয় সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের মোঃ ইসমাইল। বাদী উল্লেখ করেন সর্বশেষ ১৪মে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে অনলাইন থেকে ভিসা সড়িয়ে ১৬মে বাংলাদেশে পালিয়ে চলে আসেন প্রতারণায় অভিযুক্ত ইসমাইল।

ইসমাইলের খোঁজে সন্দ্বীপ এসে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ৩০মে সন্দ্বীপ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বাদী সেলিম নিজামী । পরবর্তীতে ১ জুন শনিবার সমঝোতার কথা বলে কাছিয়াপাড় বিবাদীদের নতুন বাড়ির পাশে আজাদ মার্কেট এলাকায় বাদীর উপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বিবাদীরা।

পরদিন ৩ জুন সোমবার বাদী প্রতারণা, চুরি ও হামলার অভিযোগ এনে সন্দ্বীপ চৌকি আদালতে মামলা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার তৌহিদুল মাওলা রুবেল জানান,বিবাদী ইসমাইলের বিরুদ্ধে অনেকে তারঁ কাছে অভিযোগ করেছে। এ রকম বিদেশ থেকে সে অনেকবার টাকা নিয়ে পালিয়ে এসেছে। সে চিহ্নিত প্রতারক।


আরো বিভন্ন নিউজ দেখুন