ইমরানুল হক আযাদ:
দেশের চার সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘুর্ণিঝড়ের সময় সর্বোচ্চ ১০ ফুট জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ইতোমধ্যে ঘুর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এটি সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হতে পারে।
মহিবুর রহমান আর-ও বলেন চট্টগ্রাম,কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘুর্ণিঝড়ের সময় ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। আজ রাত নাগাদ ১০ নম্বর মহাবিপদ সংকেত হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।