শহিদুর রহমান রাফি ( ঈদগাঁও)
ঈদগাঁওতে উপজেলা নির্বাচনকে ঘিরে নিহত হয়েছেন পোকখালী এক ইউনিয়নের টেলিফোন প্রতিকের এক কর্মী সমর্থক।
২১ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আঘাতে আহতে হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পোকখালী ইউনিয়নের মালমুরাপাড়া নামক স্থানে এ ঘঠনা ঘটে। নিহত ব্যক্তি মালমুরা পাড়া এলাকার নুরু উদ্দিন এর তৃতীয় ছেলে ছফুর আলম।
স্থানীয়রা জানান ভোটের দিন পোকখালী ৪ নং ওয়ার্ড কেন্দ্র থেকে নিহত ব্যক্তির চাচা দুপুর খাবার খেতে যায়, পরবর্তীতে কেন্দ্রে আসার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা উৎপেতে থাকে এক পর্যায়ে দেলোয়ার ঘিরে ফেলে, তখন দেলোয়ার তার ভাতিজা নিহত ছফুল আলমকে কল দিয়ে বিস্তারিত বললে সে ঘটনা স্থলে আসার সময় উপর কিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তাকেও উপর্যুপরি ছুরিকাঘত করে এক পর্যায়ে মৃত্যু হয়। নিহত ছফুর আলম কে ঈদগাহ মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।