নাজিম উদ্দিন কুতুবী
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের চকরিয়ায় বেসরকারিভাবে ফজলুল করিম সাঈদি, পেকুয়ায় শাফায়েত আজিজ রাজু ও ঈদগাঁওতে আবু তালেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। দ্বিতীয় ধাপে জেলায় চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। এদিন কয়েক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঈদগাঁওয়ে টেলিফোন প্রতীকের একজন কর্মী নিহত হয়েছে। সারাদিন কোন ঘটনা না ঘটলেও ভোটগ্রহণ শেষে কিছু কিছু জায়গায় দোকান পাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। পেকুয়ায় বিজয়ী প্রার্থী শাফায়েত আজিজ রাজুর পরিবারের সদস্য ও কর্মী সমর্থকদের কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও চকরিয়া উপজেলায় শুরুতে দোয়াত কলমের সমর্থকেরা ঘোড়ার সমর্থকদের ভোটদানে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ ধাপে তিন উপজেলায় মোট ৫ লাখ ৮৫ হাজার ১৬৩ জন ভোটার রয়েছে। প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করেন স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। এসময় এ তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
চকরিয়া উপজেলায় নির্বাচিত যারা:
দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাঈদী। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দিন শান্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী জাহানারা পারভিন।
ঈদগাঁও উপজেলায় নির্বাচিত যারা:
নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী করিম সিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী কাউসার জাহান জেসমিন।
পেকুয়া উপজেলায় নির্বাচিত যারা:
তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী শাফায়াত আজিজ রাজু। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহাবুবুল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী ইয়াছমিন সুলতানা।