সংবাদ দাতা :
টেকনাফ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা ২০ মে(সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবুল কালাম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডাঃ প্রনয় রুদ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আরিফ হোসাইন ও উপজেলা বিআরডিবি অফিসার চিনময় বড়ু। আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহীর হোসেন এম এ, র্যাব-১৫ প্রতিনিধি,পুলিশ প্রতিনিধি। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,সামনে উপজেলা পরিষদ নির্বাচন এবং এ উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক যাতে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল ও টমটম গাড়ি নিয়ন্ত্রণ রাখতে তিনি উপস্থিত সকলের কাছে সহযোগিতা চান। অতীতে এ সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। সেই সাথে টেকনাফ পৌর শহর সহ উপজেলা অনুমোদিত বিভিন্ন হাট বাজারে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ইজারাকৃত হাটবাজারের টোল আদায় ব্যতীত অন্য কোন ধরনের চাঁদা বনাম টোল আদায় করলে সংশ্লিষ্টদের অবগত করার জন্য আহবান জানান। এ দিকে বিজিবি, কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছর মার্চ মাসে পৃথক অভিযান চালিয়ে ৯৩ লাখ ৩৩ হাজার ৪৪৫ টাকার ইয়াবা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এতে মামলা হয়েছে ৩৭ টি,আটক ২৭ জন ও পলাতক ৭ জন। উপস্থিত ছিলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন দপ্তরের অফিসার, পৌরসভা ব্যাতিত সাবরাং, টেকনাফ সদর, সেন্ট মার্টিন,হ্নীলা ও হোয়াইকং ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।