ভালোবাসার মায়া
হাসিনা হারভীয়া
ভালোবাসার আরেক নাম মায়া
ছোট সেই আমরা দুইজন,
সেই থেকেই মায়ার বাঁধনে বেঁধেছি।
দুজনের খুনসুটির মেলাই হারিয়ে
যায় দুজন দুজনায় চোখে চোখ রেখে।
দুপুরের কড়া রোদের উল্লাসে কাছে
এসেছিলাম দুজন দুজনার অনেক কাছে,
হৃদয় স্পর্শ করে ছিলো দুটি মন ভালোবেসে।
সাগরের প্রবল ঢেউয়ের ছন্দে ছন্দে
রাঙিয়ে ছিলো মন।
সেই থেকেই মায়ার বাঁধনে বাঁধা দুটি মন
রাগ অভিমান, কষ্ট জালা যন্ত্রণা,
সব কিছু নিয়ে, দুজন দুজনাকে আকরে
ধরে এক সাথে পথ চলা,
ভালোবাসার আরেক নাম মায়া।