প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ, দৈনন্দিন ও আমাদের কক্সবাজার সহ বেশ কয়েকটি পত্রিকায় পেকুয়ায় বনবিভাগের উপর ইউএনও’র খবরদারী শিরোনামে প্রকাশিত সংবাদে আমার ছবি ব্যবহার করে ও ইঙ্গিতপূর্ণ কথার মাধ্যমে আমাকে সংরক্ষিত বনের বালুখেকো হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
মূলত, আমি বালু ব্যবসার সাথে কোনভাবে জড়িত নই। কিন্তু সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। সংবাদে আমাকে চিহ্নিত অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, হত্যা মামলার আসামি, কয়েকজন বন মামলার আসামিদের সাথে নিয়ে প্রশাসনের যোগসাজশে ওই বালু বের করে ভাগবাটোয়ারা করার চেষ্টা চালাচ্ছেন। বনবিভাগের বালু ইউএনও নিলামে তোলা, বনবিভাগের উপর খবরদারি।
আমি টৈটং বাজার পরিচালনা কমিটির সভাপতি হই। এই সুবাদে তাই ইউএনও মহোদয় আমাকে ডেকে নিয়ে জব্দ করা বালুর স্থানে যেতে চান। আমি তার সাথে ঐ স্থানে যাই। সেখানে তিনি কয়েকটা ছবি তুলেন। ঐসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন শুরু করে আমার প্রতিপক্ষরা। তারাই পত্রপত্রিকায় ওইসব ছবি দিয়ে নিউজ করান। এতে আমার সামাজিকভাবে মানহানী হয়েছে। তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
মোহাম্মদ আলম প্রকাশ মাহমুদ মাঝি,
সভাপতি, টৈটং বাজার পরিচালনা কমিটি।