ইমরানুল হক আযাদ -কুতুবদিয়া
গতবছরের এই দিনে জন্ম নেওয়া বুকে টিউমার রোগে আক্রান্ত শিশু আয়েশা সিদ্দিকা বাঁচতে চাই।
দিনকে দিন শরীরের অবস্থার অবনতি হওয়ায় দিশেহারা শিশুটির বাবা-মা।
আয়েশা সিদ্দিকার বয়স প্রায় এক বছর। বাবা দরিদ্র কৃষক, মা গৃহিণী। তার শরীরের গঠন অনুযায়ী টিউমারের আকৃতি অনেকটা বড়। জন্মের পর থেকেই বিছানায় শুয়ে শুধু ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে। উন্নত চিকিৎসার অভাবে শিশুটি বাড়িতে বিছানায় কাতরাচ্ছে।
উপজেলার ৩নং লেমশীখালী ইউনিয়নের গাইনেকাটা গ্রামের মুহাম্মদ আরমান ও শারমিন আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান আয়েশা সিদ্দিকা (০১) জন্মগত বুকে টিউমার রোগে আক্রান্ত। হতদরিদ্র কৃষক পরিবারের কন্যা আয়েশার বয়স একবছর শেষ হলে-ও এখনো অন্য শিশুদের মতো হাঁটাচলা এমনকি হাসতেও পারে না। টাকার অভাবে এই জটিল রোগ থেকে উপায় খুঁজে না পেয়ে একপ্রকার মানবেতর জীবনযাপন করছেন শিশুটির পরিবার।
কৃষক পিতা মুহাম্মদ আরমান তার শেষ সম্বলটুকু বিক্রি করেছেন। শিশুটির চিকিৎসায় আর্থিক খরচ বহন করার মতো ক্ষমতা তাদের নেই। আয়েশা সিদ্দিকার পিতা গরিব কৃষক মুহাম্মদ আরমানের মেয়ের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন করছেন।
মুহাম্মদ আরমানের
বিকাশ/নগদ পার্সোনাল নাম্বার:
০১৮৭৪-২৭ ৪০ ২৯
উল্লেখ যে, উপরোক্ত নম্বরে টাকা পাঠানোর আগে অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলে নিবেন।