ঈদগাঁও প্রতিনিধি
নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইউসুফেরখীল গ্রামে প্রবাসী জাকারিয়ার বসতবাড়িতে হামলা চালায় সন্ত্রাসী এহেসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী। খবর নিয়ে জানা গেছে গতকাল তারাবির নামাজের পর সন্ত্রাসী এহেসান উল্লাহর সাথে প্রবাসী জাকারিয়া ছেলে তৌহিদের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে এহেসান তৌহিদের গায়ে হাত তুলে মারধর করে, তৌহিদ বাঁচার জন্য চেষ্টা করে ঘরে যেতে চাইলে এহেসানের সন্ত্রাসীরা ঘরে ডুকতে না দিয়ে এলোপাতাড়ি মারধর করে, তৌহিদ কোন রকম কৌশলে ঘরে চলে গেলে ঘরের বাইরে সন্ত্রাসীরা দরজায় রামদা ও ক্রিস দিয়ে আঘাত করলে লোহার দরজা ছিদ্র হয়ে যায়।
বিশেষ সুত্রে জানতে পারলাম, এহেসান বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত এবং এলাকায় তোহিদকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে ভয় ভীতি কাজ করছে এবং জাকারিয়াকে প্রাণনাশের হুমকি দেয়।
প্রবাসী জাকারিয়া বলেন, আমার প্রাণপ্রিয় ও এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি আমি উক্ত সন্ত্রাসী হাত থেকে রেহাই পেতে চাই।