• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক হলেন নিউরো সার্জন ডা.শামসুল ইসলাম খান

ফরিদুল মোস্তফা খান:
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

ফরিদুল মোস্তফা খান :


সাগর দ্বীপ মহেশখালীর কৃতি সন্তান শামসুল ইসলাম খান এখন বাংলাদেশের চিকিৎসক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

স্বাস্থ্য সেবায় পেশাগত দক্ষতার কারণে সরকার সম্প্রতি ডা.মুহাম্মদ শামসুল ইসলাম খান কে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক সদ্য পদোন্নতি প্রাপ্ত ডা.মুহাম্মদ শামসুল ইসলাম খান ঢাকা মেডিকেল কলেজে নিউরোস্পাইন বিভাগে কর্মরত থাকবেন।

জানাগেছে,উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা সেবায় অসম্ভব সততা নিষ্ঠা ও আন্তরিকতায় রোগী সেবা দেন তিনি।

ডা.মুহাম্মদ শামসুল ইসলাম খান মূলত,এমবিবিএস (সিএমসি),বিসিএস(স্বাস্থ্য) ব্রেইন,স্পাইন,স্ট্রোক,, নার্ভ বিশেষজ্ঞ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেধা তালিকায় এমবিবিএস পাশ করে তিনি বিসিএস স্বাস্থ্য,

হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

সদা হাস্যজ্জল ও পরোপকারী ডা.শামসুল ইসলাম এফসিপিএস করেন,নিউরো সার্জারিতে।

তিনি ফেলো নিউরোএন্ডোস্কপি(ব্রেইন এন্ড স্পাই)জবলপূর,ইন্ডিয়া।

ওয়ার্ল্ড স্কাল-বেইজ ফেলো,ব্যাঙ্গালোর ইন্ডিয়া।

এও-স্পাইন ফেলো, এশিয়া প্যাসিফিক।

মেম্বার,এএএনএস,আমেরিকা।

এএফআইসিএস,আমেরিকা।এফএসিএস আমেরিকা।

সহযোগী অধ্যাপক,নিউরোসার্জারী বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা।

১৯৯৭৩ সনের ২৫ জুলাই কক্সবাজারের মহেশখালীর

সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডা.মুহাম্মদ শামসুল ইসলাম খান।


আরো বিভন্ন নিউজ দেখুন