জাওয়ান উদ্দিন : ঈদগাঁও
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা শাখার সাবেক আমির, জেলা জামায়াতের প্রবীণ রুকন, ইসলামাবাদ পাহাশিয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ বছরের অবৈতনিক খতিব মাওলানা মোহাম্মদ আব্বাসের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের দৌহিত্র মাওলানা মোহাম্মদ নোমান। এতে হাজার হাজার মুসল্লির ঢল নামে। জানাযায় সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের অনুপ্রেরণায় কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল জাহান চৌধুরী, খেলাফত মজলিস জেলা শাখার সদস্য হাফেজ শহীদুল্লাহ মিয়াজী, সদস্য ইমরান উদ্দিন, আবুল হাশেম প্রকাশ বিমান মৌলভী, পেশাজীবী সাহাব উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার জাকির হোসাইন, ব্যবসায়ী আমানুল্লাহ, পরিবেশ আন্দোলন নেতা মাহমুদুল করিম গুন্নু, আব্দুল হাকিম সওদাগর সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আলেম- উলামা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানাজা অনুষ্ঠানে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উনাদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, বর্তমান নায়েবে আমির মাওলানা মুফতি হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী ও মরহুমের পুত্র। উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অলি উল্লাহ, খুরশেদ আলম আনসারী, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর।
ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আমির সোলতান, সেক্রেটারি নুরুল আজিম, খুরুশকুল ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মাওলানা মোস্তাক, ছাত্র শিবির জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুল আলিম, ঈদগাঁও উপজেলা শাখা সভাপতি হাফেজ শাহেদ মোস্তফাসহ জেলা- উপজেলা জামায়াত ও শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
শেষে মরহুমের নিজ গ্রাম পাহাশিয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে উনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতেও বিপুল সংখ্যক মুসল্লী জানাযায় অংশ নেন।
জানাযায় অংশ নেয়া জেলা বিএনপির সহ-সভাপতি মন্তব্য করেন, বৃহত্তর ঈদগাঁওবাসী এক সৎ মানুষকে হারালো। তিনি সকাল ৯ টায় জানাজার সময় নির্ধারণ করায় আগ্রহী অনেকে জানাজায় অংশ নিতে পারেননি বলে উল্লেখ করেন।