মোহাম্মদ ফয়সাল :
বর্নাঢ্য আয়োজনে কক্সবাজারস্থ হোয়াইক্যং ইউনিয়ন সমিতির বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কক্সবাজার খুরুশকুলস্থ সিঙ্গাপুর পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন,পবিত্র কুরআন তেলাওয়াত আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে প্রতি বছরের মত এবারও অনুষ্ঠিত হয় এই মিলন মেলা।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে কক্সবাজার শহরে পেশাগত কারণে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের একটি অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান হোয়াইক্যং ইউনিয়ন সমিতি।
বার্ষিক মিলন মেলা উপলক্ষে সমিতির পক্ষ থেকে প্রকাশিত স্বরণিকা ২০২৪ বিতরন করা হয় এতে।
কক্সবাজারস্থ হোয়াইক্যং ইউনিয়ন সমিতির সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ জাফর আলম,সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মুজাম্মেল হক,এড.মঈনুল হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আবু,অর্থ সম্পাদক নুরুল আলম সিকদার,সহ অর্থ সম্পাদক ফারুক আজম লিটন,প্রচার সম্পাদক মুহাম্মদ আরকান,দপ্তর সম্পাদক সিরাজুল মোস্তফা মুন্না,সদস্য মুহাম্মদ আলম মেম্বার ও নুর কামাল তাফহীম উপস্থিত থেকে পুরো মিলন মেলার সার্বিক দায়িত্ব পালন করেন।
মিলন মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য সহকারী অধ্যক্ষ মাওলানা মফিজ আহমদ ইকবাল,আবুল হাসেম মেম্বার,এড.নুর হোসেন নাহিদ,অধ্যাপক আব্দুল গফুর,মুহাম্মদ হাসান মুন্সি,সাংবাদিক জাহেদ হোসেন ও মুহাম্মদ ইসমাইল সহ সমিতির অন্যন্য সদস্যরা।
এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,এসবিএসি ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ সাইম উদ্দিন ও দৈনিক কক্সবাজার বাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান প্রমূখ।