• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবর
মহেশখালীতে ‘ফয়সাল ডাইন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু” কিডনি পাথর রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ? “” কিডনি বিকলাঙ্গ রোগীর খাদ্য ব্যবস্থাপনা “কিডনি সুরক্ষায় করণীয়অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে জমি বিরোধের জেরে মারধর,, এএসইউ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতারকক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসের

পুলিশ পদক পেলেন কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

ফরিদুল মোস্তফা খান:
আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ফরিদুল মোস্তফা খান :


কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম)-সেবা প্রদান করা হয়।

 

এতে কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তার সাহসিকতা,বীরত্বপূর্ণ অবদান ও সেবামুলক কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন।

তিনি গত ২০০৬ সালের ২১ আগস্টে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। ২০২২ সালের ২৫ আগস্ট কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

 

অদ্য পুলিশ সপ্তাহ -২০২৪ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বার্ষিক পুলিশ কুচকাওয়াজ শেষে অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম)-সেবা অর্জন করেছেন, মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার কক্সবাজার ও মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বিপিএম-সহাসিকতায় ভূষিত হয়।

 

এছাড়াও বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ মোহাম্মদ ওমর হায়দার সাবেক অফিসার ইনচার্জ,পেকুয়া থানা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা এবং মোঃ মহসীন চৌধুরী, এসআই (নিরস্ত্র), চকরিয়া থানা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা ভূষিত হয় ।

 

এদিকে জেলা পুলিশ বলেন,কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ উপরোক্ত সকল অফিসারগণের এই অসামান্য অর্জনে কক্সবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য গর্বিত ।


আরো বিভন্ন নিউজ দেখুন