ফরিদুল মোস্তফা খান :
কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম)-সেবা প্রদান করা হয়।
এতে কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তার সাহসিকতা,বীরত্বপূর্ণ অবদান ও সেবামুলক কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন।
তিনি গত ২০০৬ সালের ২১ আগস্টে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। ২০২২ সালের ২৫ আগস্ট কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
অদ্য পুলিশ সপ্তাহ -২০২৪ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বার্ষিক পুলিশ কুচকাওয়াজ শেষে অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম)-সেবা অর্জন করেছেন, মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার কক্সবাজার ও মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বিপিএম-সহাসিকতায় ভূষিত হয়।
এছাড়াও বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ মোহাম্মদ ওমর হায়দার সাবেক অফিসার ইনচার্জ,পেকুয়া থানা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা এবং মোঃ মহসীন চৌধুরী, এসআই (নিরস্ত্র), চকরিয়া থানা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা ভূষিত হয় ।
এদিকে জেলা পুলিশ বলেন,কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ উপরোক্ত সকল অফিসারগণের এই অসামান্য অর্জনে কক্সবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য গর্বিত ।