নিজস্ব প্রতিবেদক :
মহাগ্রন্থ আল-কুরআনের দিকনির্দেশনা মতে জীবন যাপন না করলে, পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না।
মানুষের গড়া মতবাদ তথা মনগড়া সংবিধান দিয়ে দেশের শান্তি কায়েম করা অসম্ভব।
মাদক, ঘুষ,সুদ সহ সমাজের অনাচার ব্যাবিচার প্রতিরোধে সবাইকে শান্তির ধর্ম ইসলামি জীবন ব্যবস্থায় জীবনযাপন করতে হবে।
২২ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড দক্ষিণ কুতুবদিয়া পাড়া ইসলামি যুব কাফেলা আয়োজিত দিন ব্যপি তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তার আলোচনায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন (অব:) সেনা কর্মকর্তা, বেতার ও টিভি আলোচক ঢাকা গোপালবাগেড় আল্লামা ক্বারী আবুল কাসেম সরকার এ কথা বলেন।
তিনি বলেন,জাতির পিতা হযরত ইব্রাহিম( আ:)।
বিশ্ব জাহানের নেতা হযরত মুহাম্মদ (স:)।
জগতের যাহা কিছু আছে সব কিছুর মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্।