মোহাম্মদ ফয়সাল:
র্যাব-১৫,বলেন,এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ সীগাল হোটেলের বিপরীতে সীগাল ঝাউবাগানের ভিতর উঠতি বয়সের বেশ কয়েকজন তরুণ / যবুক পর্যটকদের কাছ থেকে অর্থ-কড়ি, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই / ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে মর্মে র্যাব অবগত হয়। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪/০২/২০২৪ তারিখ অনুমান ০২.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকারী দলটি র্যাবের উপস্থিতি বুঝতে পেরে চারিদিকে দৌড়ে পলায়নের চেষ্টাকালে ১২ জন ছিনতাইকারীকে আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়, তখন অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী অন্ধকারে বাগানের ভিতর পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল থেকে YAMAHA FZS ১৫০ সিসি একটি মোটর সাইকেলসহ (রেজিঃ নং কক্সবাজার-ল-১১-৯৯২৫) গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত সর্বমোট ০২টি ধারালো কিরিচ, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি লোহার পাত, ০৫টি টিপ চাকু, ০২টি টর্চ লাইট, ০৪টি লুণ্ঠিত হাতঘড়ি, ০৪টি এন্ড্রয়েট ও ০২টি বাটন ফোন (০৬টি সীম কার্ডসহ) এবং নগদ ১,১০০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,১) মোঃ আলী আকবর প্রকাশ আলী (২২), পিতা-মৃত নুর আলী, সাং-ঘোনার পাড়া, ০৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
২) মোঃ সোহেল (২০), পিতা-মোঃ সিরাজুল হক, সাং-বড়ছড়া, দরিয়ানগর, ০১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৩) মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল (১৯), পিতা-মোঃ সালাম, সাং-কচ্চপিয়া ঘাটা (সালামের বাড়ী), মুহুরীপাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৪) আব্দুল ওয়াহিদ (২২), পিতা-রমিজ আহম্মদ, সাং-গাছবাড়িয়া কলেজ গেইট, ফুলবাগ সড়ক, বাজারঘাটা, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৫) মোঃ খুরশেদ আলম প্রকাশ খুরশেদ (২২), পিতা-মৃত আবুল হোসেন, সাং-টেকপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৬) মোঃ ইবনে হাসান জুয়েল (২৮), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সবুজবাগ, দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৭) মোঃ জুয়েল (২০), পিতা-মোঃ দুলাল, সাং-বৈদ্ধ্যঘোনা, মন্নাপাড়া, খাজামঞ্জিল, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৮) মোঃ রাকীব মোল্লা (২০), পিতা-রহমত উল্লাহ্, সাং-লিংকরোড সাধরপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৯) মোঃ জোবায়ের ইসলাম সোহাদ (১৭), পিতা-রহমত উল্লাহ্, সাং-আদশ গ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, বতমান ঠিকানা-টেকপাড়া, ০৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
১০) মোঃ তুষার (১৬), পিতা-মৃত মোঃ জামাল, সাং-কলাতলী আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
১১) মোঃ সফি প্রকাশ সাহেদ (২২), পিতা-সামসুল আলম, সাং-নতুন মুরাপাড়া, ০১নং ওয়ার্ড, কচ্চপিয়া ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমান ঠিকানা-লাইট হাউজ, মনুর ভাড়া বাসা, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
১২) মোঃ জুয়েল (২১), পিতা-মৃত হারুনর রশীদ, সাং-মাইজপাড়া, ৫নং ওয়ার্ড, পূর্ব বড় ভেউলা ইউনিয়ন, থানা-চকরিয়া, বর্তমান ঠিকানা-শাহিন হোটেল, লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
র্যাব-১৫ আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে এসে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ ছুরিকাঘাতের মাধ্যমে পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা ও বিভিন্ন মালামাল ছিনতাই করে থাকে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ছিনতাই চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।