চট্টগ্রাম প্রতিদিনে কক্সবাজারের রেল কর্মচারীকে বদলির নির্দেশ,ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার অভিযোগ শীর্ষক”প্রকাশিত সংবাদটি আমি নিম্মে সাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে সংশ্লিষ্ট প্রতিবেদক কোনকিছু যাচাই-বাছাই না করে আমার বিরুদ্ধে যা কিছু লিখেছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত।
তাই আমি এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সকলের সদয় অবগতির জন্য একটি বিষয় পরিষ্কার করতে বাধ্য হচ্ছি।
মূলত আমি কক্সবাজার রেলওয়ে স্টেশনের একজন সামান্য ইলেকট্রনিক বিভাগের কর্মচারী।
টিকেট কালো বাজারি, কারো কাছ থেকে টাকা নেওয়া এবং ফেসবুকে কোন আপত্তি জনক স্ট্যাটাস আমি কখনও কারো বিরুদ্ধে দেয়নি।
দেওয়ার প্রশ্নই উঠেনা।
এই পর্যন্ত এমন অভিযোগে আমাকে বদলি করা হয়নি।
কিন্তু দুর্ভাগ্য কিছু ষড়যন্ত্রকারী অহেতুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জান-মালের ক্ষয়ক্ষতির পাশাপাশি আমাকে পেশাচ্যুত করার চক্রান্ত চালাচ্ছে।
তারা চায় আমি সেখান থেকে বদলি হয়ে গেলে নিজেদের অসৎ উদ্দেশ্য হাছিল করতে পারবে।
প্রতিবাদকারী
রাশেদুল ইসলাম, ইলেকট্রিক বিভাগে কর্মরত কর্মচারী,
কক্সবাজার রেলওয়ে স্টেশন