• শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

কুতুবজোম দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হ্যাপি করিম:
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

হ্যাপী করিম, মহেশখালী :


মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনে শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা’য় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) মাদ্রাসা ক্যাম্পাসে কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, প্রভাতফেরী র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা’সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

একুশের প্রথম প্রহরে প্রভাতফেরী র‍্যালীতে শিক্ষক-শিক্ষার্থীদের ঢল নামে। দেখা যায় সেই চিরচেনা দৃশ্য। সবার হাতে শোকের কালো চিহ্ন আর কণ্ঠে একুশের অমর সেই বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি।

মাদ্রাসা মিলনায়তনে সিনিয়র শিক্ষক মাওলানা আইয়ুব রহমান সঞ্চালনায় সভাপতির বক্তব্যে মাদ্রাসা সুপার মাওলানা আজহারুল ইসলাম বলেন, ‘মায়ের ভাষাকে রক্ষা করতে যে জাতির সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিতে পারে নিঃসন্দেহে সেই জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিৎ। শহীদদের রুহের মাগফিরাত কামনায় করি।

এসময় আরো বক্তব্য রাখেন.. বিশিষ্ট সমাজসেবক সোহেল চৌধুরী, অত্র প্রতিষ্ঠানের সহ-সুপার মাওলানা আলী রেজা, সিনিয়র শিক্ষক নুরুল আলম।

উপস্থিত ছিলেন..সিনিয়র শিক্ষক
ছৈয়দ আকবর, মোহাম্মদ হোসেন, রিপন মিয়া, আবু সাঈদ, মোরশিদা আকতার, মোবাশ্বিরা আকতার, মাওলানা নুর আহমদ,
নুরানি বিভাগের শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাসান তারেক, নাছিমা আকতার’সহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কর্মচারী শিক্ষার্থী’র উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের মাতৃভাষা জন্য শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।


আরো বিভন্ন নিউজ দেখুন