• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
মহেশখালীতে ‘ফয়সাল ডাইন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু” কিডনি পাথর রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ? “” কিডনি বিকলাঙ্গ রোগীর খাদ্য ব্যবস্থাপনা “কিডনি সুরক্ষায় করণীয়অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে জমি বিরোধের জেরে মারধর,, এএসইউ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতারকক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসের

জমকালো আয়োজনে লামায় দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ নুরুচছফা ইসলাম
আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ নুরুচছফা ইসলাম : স্টাফ রিপোর্টার


বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের দৈনিক সাঙ্গুর ২৩ তম বর্ষপূর্তি লামা জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের লামা পৌরসভা সংলগ্ন তংথমাং রিসোর্টের হল রুমে দৈনিক সাঙ্গুর লামার নিজস্ব প্রতিবেদক বেলাল আহমদের আয়োজনে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু পার্বত্য বান্দরবানে সংবাদের পেছনের সংবাদ প্রচার করে প্রশংসা কুড়িয়েছেন। একদিনে সাঙ্গু সৃষ্টি হয়নি। দীর্ঘ ২২ বছর পেরিে ২৩তম বছরে পদার্পন করে পার্বত্য জনপদের উন্নয়নে দৈনিক সাঙ্গু’র লেখনি অন্যতম।

বক্তারা আরো বলেন, সাংবাদিকরা আলোর দিশারী। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অন্যতম। দৈনিক সাঙ্গু গতানুগতিক সংবাদ প্রকাশ না করে, সংবাদের পেছনের সংবাদ প্রচার করা তাদের অন্যতম বৈশিষ্ট।

লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সঞ্চালনায় ও লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা জামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম ও লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল ও লামা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিলকী রাণী দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি এস.কে খগেশ প্রতি, কালেরকণ্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি, ডেইলি অবজারভার প্রতিনিধি এম. বশিরুল ইসলাম, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক জাহেদুল ইসলাম, ইনকিলাব প্রতিনিধি মাও. সামসুদ্দোহা, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউসুফ মজুমদার, যুগান্তর প্রতিনিধি ইলিয়াছ সানি, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহনেওয়াজ, সমুদ্রকণ্ঠ প্রতিনিধি নুর মোহাম্মদ মিন্টু, ,যুগান্তর আলীকদম প্রতিনিধি জয়দেব রানা, দৈনিক বায়ান্ন প্রতিনিধি সুশান্ত তংছঙ্গা, আলোকিত সকাল প্রতিনিধি আবুল হাসেম, কালবেলা প্রতিনিধি বিপ্লব দাশ, দৈনিক বায়ান্ন প্রতিনিধি মিজানুর রহমান, লামার আলোর এডমিন জাহেদ উদ্দিন,লামার নিউজ এডমিন মো. হাসান ও কোয়ান্টাম প্রতিনিধি রইজ উদ্দিন প্রমূখ।


আরো বিভন্ন নিউজ দেখুন