ইমরানুল হক আযাদ-কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীট লেমশীখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা পদক- ২০২২,জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১,১২ ফেব্রুয়ারী (সোমবার ও মঙ্গলবার) বিদ্যালায় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৩নং লেমশীখালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শরীফ (এম.কম)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ এর মান্যবর সদস্য জননেতা নুরুল ইসলাম ভুট্টো সিকদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-
উপজেলার লেমশীখালী ইউনিয়ন ইউনিয়ন এর সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আকতার হোছাইন,
কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা), জিগারুন নাহার,ধূরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোরশেদুল আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মাষ্টার মোহাম্মদ আবু ইউসুফ,সহকারী প্রধান- মুহাম্মদ ওসমান গনি, আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সুপার- মাওলানা মোহাম্মদ মোরশেদুল মন্নান, উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা- ফারহানা ইয়াছমিন,এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম ভুট্টো সিকদার বলেন,, ‘দেশকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত করা অতীব জরুরি। কারণ, একজন শিক্ষিত মা একটা সুশিক্ষিত জাতি উপহার দিতে পারে।‘
তিনি তাঁর বক্তব্যে লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সফলতা কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক ও মুহাম্মদ ছাদেকুর রহমান।