ফরিদুল মোস্তফা খান :
কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার আসছেন রবিবার (২৮ জানুয়ারি।
রবিবার ঢাকা থেকে বিমানযোগে তিনি বিকাল ৩ টায় কক্সবাজার পৌঁছে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিতব্য “সংবর্ধনা সভায়” যোগদান করার কথা রয়েছে।
এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
নবনিযুক্ত হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির কক্সবাজার আগমনকে ঘিরে কক্সবাজার জেলা, কক্সবাজার পৌরসভা, সদর, ঈদগাঁও এবং রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সভায় জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানাগেছে।