*নাজিরারটেকের শুটকির আড়ালে পাচার হচ্ছে মাদক
নিজস্ব প্রতিবেদক :
সুদ ও মাদকের টাকায় কক্সবাজারের আনাচে কানাচে তাফসিরুল কুরআন মাহফিলের নামে চলছে ব্যপক চাঁদাবাজি।
সেখানে স্থানীয় গ্রাম্য মোরলদের প্রধান অথিতি এবং বিশেষ অথিতি সহ নানা সম্মানজনক খ্যাতি দিয়ে পোস্টার পেস্টুন প্লেকার্ড ব্যানার দিয়ে কখনো কখনো গোয়েন্দা তালিকাভূক্ত মাদক পৃষ্ঠপোষকদের আমন্ত্রণ জানিয়ে ধর্ম প্রান মুসলমানদের সামনে কুরআন হাদিসের শ্রুতি মধুর বয়ানের পাশাপাশি কোথাও কোথাও ইসলামি সেলিব্রিটি আলেম ওলামাদের বিভ্রান্ত করা হচ্ছে।
আবার কোথাও কোথাও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের পাশাপাশি বড় গলায় যারা ইসলামের কথা বলছেন,তাদের অনেকেই থানার রেকর্ড পত্র পর্যালোচনায় দাগি অপরাধী রয়েছে।
অভিযোগ উঠেছে,বিভিন্ন কল্যান পরিষদ, বখে যাওয়া যুব পরিষদ,ব্যবসায়ী সংগঠন সহ নানান আজগবি সংগঠনের নাম দিয়ে ইতিপূর্বে অনুষ্ঠিত এসব তাফসির মাহফিলে রাষ্ট্র বিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়ে কক্সবাজারের শান্ত পরিবেশকে অশান্ত করা হচ্ছে।
বুধবার রাতে কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়া এবং এর আগে অনুষ্ঠিত জেলার বিভিন্ন তাফসিরুল কুরআন মাহফিল পর্যবেক্ষণ করে জানাগেছে উল্লেখিত তথ্য।
শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব মৌসুমী চাঁদাবাজদের দাপট।
সূত্রমতে, সারাবছর মাদক ব্যবসা, ভূমিগ্রাস,সুদ, নারী নির্যাতন সহ হরেক অপকর্মে লিপ্ত এসব ধর্মান্ধরা মাহফিল আসলে বেশভূষা পাল্টিয়ে সাধারন জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
অভিযোগ ওঠেছে, কোথাও কোথাও মাহফিলের নামে বখাটেদের চাঁদা না দিলে এলাকার সাধারণ মানুষদের এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয়।
কক্সবাজার পৌরসভার মেয়র ও স্থানীয় কাউন্সিলর অনুষ্ঠানের অথিতি তাই টাকা না দিলে পরিনাম ভয়াভহ হবে বলেও কক্সবাজার শহরে সমিতি পাড়া কুতুবদিয়া পাড়ায় ব্যপক চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে বেশ কিছু মাদক ব্যবসায়ী।
তারা কখনো কখনো প্রসাশনের নাম ভাঙ্গিয়েও শহরের নাজিরারটেক থেকে শুটকির আড়ালে মাদকের বড় চালান পাচারে লিপ্ত দীর্ঘদিন ধরে।