* কমল বললেন আরও বড় সেবক হতে চাই
ফরিদুল মোস্তফা খান :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
জেলার ৪ সংসদীয় আসনের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরো করেছেন।
তৎমধ্যে কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের এমপি সাইমুম সরওয়ার কমল এগিয়ে রয়েছেন গণসংযোগে।
সকাল থেকে সন্ধা গভীর রাত অব্দি সাইমুম সরওয়ার কমল এমপি ও তার অনুসারীরা তিন উপজেলার মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন।
প্রিয় নেতার নৌকা প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কমল ভক্তরা।
এরইমধ্যে নিজের প্রিয়তম স্বামী কমলের পক্ষে গণসংযোগে নেমে নির্বাচনি মাঠ সরগরম করে দিয়েছেন স্ত্রী ছৈয়দা সেলিনা।
তিনি সোমবার রামু খুনিয়া পালং মৌলবী বাজার আদর্শ গ্রামসহ বিভিন্ন স্থানে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আবারও নৌকায় ভোট দিয়ে কমলকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় ছৈয়দা সেলিনা কক্সবাজার সদরের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নিজের স্বামীর ব্যক্তিগত রাজনৈতিক পারিবারিক ও জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে নারী ভোটারদের দৃষ্টি কাড়েন।
তিনি বলেন, দেশ মাটি ও মানুষের কল্যানের জন্য ব্যক্তি সাইমুম সরওয়ার কমলের মত একজন সৎ এবং যোগ্য নেতার তুলনা হয় না।
এমপি হওয়ার আগেও পর থেকে তিনি আমাদের চেয়ে নির্বাচনি এলাকার মানুষকে বেশি ভালবাসেন।
কাজেই এবারের নির্বাচনে নৌকার বিপক্ষে ষড়যন্ত্রকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে এমপি কমলের স্ত্রী সকলের দোয়া চেয়ে বলেন,আগামী ৭ জানুয়ারী আমার স্বামীকে নৌকা মার্কায় একটি একটি ভোট দিয়ে আপনাদের আরও বড় সেবক হওয়ার সুযোগ দিন।
এদিকে এমপি কমল বিভিন্ন পথসভা ও গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন,আমি আওয়ামীলীগের এমপি হলেও মানুষের সেবা করতে গিয়ে কোনদিন কাউকে দলীয় দৃষ্টিতে দেখিনি।
আমার বাবাও এই জনপদের গণমানুষের নেতা ছিলেন।
মানুষের উপকার করা ছাড়া আমরা কোনদিন মানুষের চুল পরিমান ক্ষতি বা দুর্নীতি করিনি।
অতএব, এলাকার সন্তান হিসেবে আমাকে আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের আরও বড় সেবক হওয়ার সুযোগ দিন।