নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর রামু ঈদগাও আসনের নৌকার মনোনীত জনপ্রিয় এমপি কমলের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে চলছে গোপন ষড়যন্ত্র।
নিজ দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীলীগ চক্র দফায় দফায় গোপন বৈঠক করে তার নৌকার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
এই অবস্থায় নির্বাচনী এলাকার দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে এখনও সবশ্রেণী পেশার সাধারণ মানুষের কাছে এমপি কমলের বিকল্প কমল।
মসে নেই তিনি প্রতীক বরাদ্দের পর থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।
এমপি কমল যেদিকে যাচ্ছেন সেখানে জনতার বাঁধভাঙ্গা শ্রোত দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়ছেন।
সাধারণ মানুষ আগামী ৭ তারিখ এমপি কমলকে আবারও নৌকায় ভোট দেওয়ার অধীর প্রহর গুনলেও গায়ে পড়ে ঝগড়া সৃষ্ঠি করে কক্সবাজারের নির্বাচনি শান্ত পরিবেশকে অশান্ত করার গোপন ষড়যন্ত্রে জড়িতরা নানা তালবাহানা শুরু করলেও নম্র ভদ্র ও বিনয়ী কমল ভক্তরা এগিয়ে চলছেন শান্ত মেজাজে।
কক্সবাজার সদর রামু ঈদগাঁওর বিভিন্ন স্থামে গণসংযোগকালে এমপি কমল বলেন,সংসদ সদস্য হিসেবে ১০ বছর ধরে এলাকার মানুষের সেবা দিয়ে আসছি।
সেবা প্রদানকালে কে কোন দলের সেটা আমি পৃথক করিনি।
দলমত নির্বিশেষে সকলের দুঃসময়ে সেবক হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি।
আগামীতে আরো বেশি সেবা করতে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট না দিলে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হওয়ার পাশাপাশি কক্সবাজারের শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাবেন অপরাধীরা।
এমপি কমল আরও বলেন,গত বিশ বছর যাবত গরীব অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।
বৈশ্বিক মহামারি করোনাকালে যখন মানুষ মানুষের পাশে যায়নি, মা-বাবার কাছে ছেলে-মেয়ে যায়নি, ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালের রেডজোনে ডাক্তার-নার্সদের নিয়ে সেবা দিয়েছি।
করোনাক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করলে নিজ হাতে দাফন করেছি।
প্রতিটি বন্যায় দুর্গতদের পাশে ছিলাম।
তিনি বলেন,আপনারা সংসদে কাকে পাঠাবেন?সবাই চায় তাঁর নিজ এলাকা থেকে একজন যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠাতে।
এই আসনে আরও ৩/৪জন প্রার্থী আছে।
তারা কি কোন দিন কোন বন্যা, মহামারীতে মানুষের পাশে দাঁড়িয়েছে? আপনারা বিবেচনা করে দেখুন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
উন্নয়নের অগ্রযাত্রায় কক্সবাজারেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার জনগণ শেখ হাসিনার সাথে থাকবে এবং বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবেন বলে বিশ্বাস করি।