টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে দুই কিলোমিটার সমুদ্র সৈকত এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। ১১ ফেব্রæয়ারি বুধবার দুপুরে সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের নেতৃত্বে সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতের উত্তর বীচ থেকে পশ্চিমপাড়া গিয়ে কর্মসূচি শেষ হয়।
এসময় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খুকন, জেলা ছাত্রলীগ নেতা হাসান তারেক, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. জিয়াউল রহমান প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের উদ্যোগে সেন্টমার্টিন সৈকতে পরিচ্ছন্নতা করা হয়েছে। এটি মানব সেবার ব্রত নিয়ে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মেধাবী ও মননশীল ছাত্রদের সমন্বয়ে বরাবরের মতো মানুষের কল্যাণে কাজ করে যাবে ছাত্রলীগ।
তিনি বলেন, যদি সকলেই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলত, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পেত। ফিরে পেত প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সমুদ্র সৈকতের সুন্দর পরিবেশ রক্ষার্থে সকলকে জেলা প্রশাসনের নির্ধারণ করে দেওয়া নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখার পাশাপাশি আরও সচেতন হতে হবে।