মোহাম্মদ ফয়সাল :
জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজর ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সোমবার (১৮ ডিসেম্বর)কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কক্সবাজার- ১ ( চকরিয়া – পেকুয়া) ৭জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
১.বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, হাতঘড়ি
২.জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা- নাঙল
৩.ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম- হাতুড়ি
৪.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, মোমবাতি
৫.স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম- ট্রাক
৬.স্বতন্ত্র প্রার্থী তানভির আহমদ সিদ্দিকীতুহিন- ঈগল
৭.স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আরমান- কলারছড়ি
কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৫ জন
সোমবার (১৮ ডিসেম্বর) কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
১.আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক- নৌকা
২.ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম-আম
৩.ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান-চেয়ার
৩.ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস- মিনার
৪.বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন – একতারা
৫.বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর মোহাম্মদ শরীফ বাদশা- নোঙর
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান:
১.বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল- নৌকা
২.জাতীয় পার্টির এড. মোঃ তারেক- লাঙ্গল
৩.কল্যাণ পার্টির আবদুল আওয়াল মামুন- হাতঘড়ি
৪.বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট মোহাম্মদ ইব্রাহিম-টেলিভিশন
৫. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ শামীম আহসান ভুলু- কুঁড়েঘর।
কক্সবাজার-৪ (টেকনাফ- উখিয়া) ৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
১.আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার-নৌকা
২.জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো- লাঙল
৩.বাংলাদেশ কংগ্রেস মোঃ ইসমাইল- ডাব
৪.তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব- সোনালী আঁশ
৫.ইসলামী ঐক্যজোট মোহাম্মদ ওসমান গনি চৌধুরী- মিনার
৬.ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম-আম