এই বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, সরকার কথিত নির্বাচনের নামে রাজনৈতিক ভিক্ষুকদের মাধ্যমে চরদখলের আয়োজন করে রাষ্ট্রীয় ক্ষমতা আবারো কুক্ষিগত করার নতুন ষড়যন্ত্র শুরু করছে। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র ও উচ্চাভিলাষ কোনভাবেই বাস্তবায়িত হতে দেবে না।
নির্বাচন নিয়ে খেলতামাশা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলে সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুস সবুর ফরহাদ। শেওড়াপাড়ায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। উত্তরের কর্মপরিষদ সদস্য মো. টুটুলের নেতৃত্বে মিছিলটি শেওড়াপাড়া থেকে শুরু হয়ে ৬০ ফুট রাস্তায় গিয়ে শেষ হয়।
এদিকে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ড. মু. আবদুল মান্নান। সকালে সবুজবাগে সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমান।
শনির আখড়ায় সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। মিছিলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জামায়াতের কর্মীদের ধাওয়ায় তারা স্থান ত্যাগ করে চলে যায়। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।
এছাড়া লালবাগ, হাজারীবাগ এবং ডেমরায়ও অবরোধের সমর্থনে মিছিল করেছেন দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।