হাসিনা মোস্তফা খান :
পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে রামু ওসমান ভবন থেকে নিজের জন্য দোয়া চেয়ে মানুষের সাথে দেখা করলেন কক্সবাজার সদর রামু ঈদগাও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।
ডুলাফকিরের ও বিভিন্ন মুরব্বি এবং আত্নীয় স্বজনের কবর জিয়ারত করে রামু থেকে ঈদগাঁও সফরকালে তিনি যেদিকে গেছেন সেদিকেই সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন।
সন্ধায় এমপি কমল একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।
এমপি কমল সকলের কাছ থেকে দোয়া চেয়ে বলেন,মহান আল্লাহ সহায় থাকলে এবার নির্বাচিত হলে সকলের সহযোগিতায় বাকি উন্নয়ন কর্মকান্ড গুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
এসময় তিনি জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে একটি সত্যিকার সোনার বাংলা গড়ার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন,সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যহত রাখতে সকলকে আরও বেশি বেশি করে দোয়া করতে হবে।
উল্লেখ্য ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে এমপি কমল বলেন, আমি আপনাদের সেবক ছিলাম এবং আরও বেশি সেবা করার জন্য সকলের দোয়া চাই।
এসময় তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগে সাবেক যুগ্ন আহবায়ক মরহুম হিমুর কবরও জিয়ারত করেন।